নাটোরে শিশু মুন্নী হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

নাটোর

নাটোরের বড়াইগ্রামের স্কুল ছাত্রী মাহমুদা খাতুন মুন্নী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এই আদেশ।

২০১৫ সালের ২০ডিসেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী মাহমুদা খাতুন মুন্নী বাড়ির পাশে খেলতে যায়। এসময় মুন্নীকে প্রতিবেশী সোহেল সরকার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মুন্নীর শরীরে থাকা স্বর্ণের চেইন, রিং নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরের দিন মুন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুন্নীর পিতা লোকমান সরকার বাদী হয়ে দুইজনের হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমানে বিচারক সোহেল সরকারকে যাবজ্জীবন কারাদন্ড এবং সোহের সরকারের মা সাজেদা বেগমকে খালাস প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *