নাটোর অফিস॥
নাটোরের ভাটোদারা কালীমন্দির পরিদর্শন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। শনিবার দুপুরে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি ভাটোদাড়া কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রদীপ প্রজ্জলন করে আজ শনিবার রাত থেকে অনুষ্ঠিত তিনদিনব্যাপী কালীপুজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি নাটোর সহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন, ভারত বাংলাদেশের ভাল বন্ধু। এই বন্ধুত্ব অটুট থাকবে। এসময় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা, পুজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, জয়কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি খগেন সাহা, নাটোর হিন্দু মহাজোট সভাপতি এডভোকেট ভাস্কর কুমার বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি শনিবার দুপুরে ভাটোদারা কালী মন্দিরে পৌঁছিলে স্থানীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হিন্দু মহাজোটের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট ভাস্কর কুমার বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট চিন্ময় সরকার, জেলা হিন্দু যুব মহাজোটের সদস্য সচিব লিটন কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন নাগ, নাটোর সদর উপজেলা যুব মহাজোটের আহবায়ক সুজন সাহা, সদস্য সচিব তুষার কুমার ধর প্রমুখ। সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি তাদের সাথে কুশল বিনিময় করেন। হিন্দু মহাজোটের পক্ষ থেকে নাটোরে শুভাগমন এবং কালী মন্দিরে পূজা উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।