নাটোর অফিস॥
নাটোরে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দাঁড়াও প্রকল্পের মাদক প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোর শংকর গোবিন্দ চৌধুরী অধুনিক স্টেডিয়াম চত্বরের সিসিলি চাইনিজ রেস্তোরায় আয়োজিত এই কর্মশালায় সভাপত্বি করেন অধ্যাপক অলোক মৈত্র। অনুষ্ঠানের আলোচক ছিলেন দাঁড়াও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনোয়ার হোসেন ও নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার সার্বি বিষয়ে বক্তব্য রাখেন লাইট হাউসের প্রদান নির্বাহী হারুন অর রশীদ। অনুষ্ঠানষ্টি সঞ্চালনায় ছিলেন আহসানিয়া মিশন মহিলা ড্রাগ ট্রিটমেন্ট এবং পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত। কর্মশালায় সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালায় মাদক প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সংপৃক্ততার ওপর জোর দেন অংশ গ্রহনকারী প্রতিনিধিরা।