নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ২৪ জনকে ৫২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে চারজনসহ অন্যান্য বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ওই আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম সাথে ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহামারি করোনা ভাইরাসের ( কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সকল প্রকার স্বাস্থ্যবিভি মানতে গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় মাস্ক না পরা সকল পথচারী ও দোকানীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে ৫২০০ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সকালে কোভিড-১৯ এর উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা যায়, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২০৫৫ জনের, পাজেটিভ রোগী ১৬৩ জন, নেগেটিভ রোগী ১৮৯২ জন, আইসোলেশনের আছেন ৯ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।