নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয় । বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোছা: তাসমিনা খাতুন , জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আক্রমুল ইসলাম স্বপ্নীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সর্দার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু , জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রইস উদ্দিন রুবেল , যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাহেব আলী, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ প্রমূখ। বক্তব্য শেষে অতিথীরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় মোট ২২ টি স্টল স্থান পায়।