নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বাঁশ ও বানার জালের বেড়া দিয়ে মাছ শিকারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইউএনও আব্দুল্লাহ আল মামুন। গতকাল বিকালে উপজেলার মাধনগরের হালতি বিলের বাঁশ ও বানার জালের বেড়া অপসারণ করা হয়। এর আগে হালতি বিলের মোহনপুর খালের পানি নিষ্কাশনের একমাত্র পথে সৌঁতি জাল দিয়ে মাছ শিকারীর বাঁশের বাঁধ অপসারণ করেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,হালতি বিলের বিভিন্ন স্থানে পানি প্রবাহের স্বাভাবিক গতি পথে বাঁশ ও বানা জালের বাঁধ দিয়ে সৌতি জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করছে প্রভাবশালীরা। এতে বিলের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। ফলে কৃষকরা তাদের রবি ও বোরো ধান চাষ সঠিক সময়ে করতে পারবে কিনা তা নিয়ে শষ্কা দেখা দেয়। কৃষকদের এমন অভিযোগ পেয়ে এসব বাঁশ ও বানার জালের বেড়া অপসারণ অভিযান শুরু করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।