গাছ শত্রু হয় কখনও ?

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে শত্রুতা করে ৬১টি আমের গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্ত। গত রাতে উপজেলার চষপাড়া এলাকার ৫টি আমবাগানের এসব গাছ কেটে বিনষ্ট করা হয়। ক্ষতিগস্থরা জানান, কেটে ফেলা এসব গাছ ৫ থেকে ৬ বছর আগে রোপণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা চুষপাড়া এলাকার মুর্শেদ আলমের আম বাগানের ২৮টি,খাইরুল আলমের বাগানের ২০টি,মুকুলের ৬টি,তৌহিদের ৫টি ও তাজিমুলের বাগানের ২টি সহ মোট ৬১টি আমগাছ কেটে বিনষ্ট করা হয়। এসব বাগান মালিকদের কেউ কেউ ঋন নিয়ে বাগান করেছেন।
মুর্শেদ আলম বলেন, সকালে লোকমুখে শুনে বাগানে ছুটে গিয়ে দেখেন তার বাগানে ৫/৬ বছর আগে রোপন করা বিভিন্ন উন্নত জাতের ২৮ টি আম গাছ কেটে ফেলে রাখা হয়েছে। পরে দেখেন অন্যদেরও বাগানে বেশ কিছু গাছ কাটা। ঘটনাটি আমরা তাৎক্ষনিকভাবে লালপুর থানাকে অবহিত করি।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনাটি শোনার পর লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *