নাটোর অফিস
নারী নির্যাতন প্রতিরোধে নাটোরে মানবন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। অপরদিকে জেলার সিংড়া উপজেলায় উঠোন বৈঠক কর্মসুচী পালন করা হয়। বুধবার সিংড়া উপজেলার চৌগ্রামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে শতাধিক নারীদের নিয়ে উঠোন বৈঠক কর্মসূচির আয়োজন করা হয় । বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমি আক্তার, নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষক সাবানা খাতুন প্রমূখ। বক্তব্যে ইউএনও মোছা: নাসরিন বানু বলেন, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ করতে হবে। বাল্য বিয়ের কারণে অসংখ্য মেয়ের জীবন নষ্ট হচ্ছে। মেয়েদের নিয়ে স্বপ্ন দেখতে হবে। চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে।
অপরদিকে নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্ক এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । বুধবার সকালে শহরের কানাইখালী বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। এসময় নারীপক্ষ ও দূর্বার নেটওযার্ক সভাপতি কামরুন্নাহার , অনিবার্ণ সংস্থার প্রভাতী বসাক , আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সদস্য সচিব নরেশ উরাও , পূজা উদযাপন কমিটির সমর পাল, সাথী এনজিও সিবলী সাদিক , মহিলা পরিষদ ছন্দারানী , দূর্বার নেটওযার্ক সদস্য মিসেস খাদিজা খানম ও হোসনে আরা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।