সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সভা অনুষ্ঠিত

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় পরিবেশবাদী সংগঠন পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, পাখি, নদী ও চলনবিল রক্ষায় কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার সিংড়া প্রেসক্লাব ভবন কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৌরভ সোহরাব, শরিফুল হাসান মৃধা, আব্দুল মন্নাফ, মিজানুর রহমান রুবেল, এড. শামীম হোসেন, রিক্তা বানু,যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ সাবানা খাতুন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট, শাকিলা আক্তার প্রমুখ। সভায় ৪টি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়,
বিষয়ভিত্তিক মানববন্ধন কর্মসূচি পালন, মৎস্য অভয়ারণ্য সংরক্ষণ ও পাখি নিধন রোধে কাজ করা। পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, মানুষের জন্যই পরিবেশ ও জীববৈচিত্র্য প্রয়োজন। সমাজের সকল শ্রেণীর মানুষের উচিত পরিবেশের প্রতি গুরুত্বারোপ করা। পরিবেশের জন্য কাজ করা।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *