নাটাের অফিস॥
নাটোের মাস্ক পরিধান না করায় ২২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসন নাটোরে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের মাদ্যমে অভিযান চালাচ্ছে।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ও সাইফ-উল- আরেফীনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানাে হয়। এসময় এই দুইটি আদালত মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জরিমানা করেন। তাদের কাছে থেকে জরিমানা বাবদ ৪ হাজার ৬শ টাকা আদায় করা হয়। একই সাথে আদালত দুইটি ৫শ’মাস্ক বিতরণ করেছেন।