তোমায়-আমায় মিলে
উগ্র রটনা কিনতে পাওয়া যাচ্ছে
বাজারের এ দোকানে, সে দোকানে;
তুলে রাখা চাদরের ভাজে
বালিশ কভারে কিংবা
সমগ্র বিছানায় খুঁজলে
ফোটা ফোটা সুখের বিবর্ণ দাগ
না-কি দেখা যাবে?
হিমেল দুপুর, তোমার
চিবুকজুড়ে বাসা বাধা
ঘামের বিন্দু না-কি দিচ্ছে বলে
কামের ফাঁদে প্রেমের পড়ার গল্প?
পথের সাথীর এফ ফোর সিটের
উৎকট গন্ধেও মিলছে না-কি
তোমার চুলের ঘ্রাণ?
জানালার কাঁচ, দরজার গ্রিল
গলির ড্রেন, বোসদের কুকুর
পড়ার স্যার, আবুলের লোড
নয়নের দিদি আর সেন্টুর ফার্মেসি
যখন এক হয়ে সাক্ষ্য দিচ্ছে,
নেই কোন প্রকাশ বাকী আর,
তখন স্বীকার করছি
পিষেছি বুক রেখে বুকে,
এভাবেই তোমায় করেছি আমার!
-নাইমুর রহমান