দাগ রয়েই যায়

 

 

 

 

 

বিজন বনে অচিনপুরে
আমি সাঝের বেলায়;
নিজেকে হারিয়ে খুঁজি
নিস্তব্ধ নিরালায়।।

সেথায়ও আছে দিনমনি
পরশ দিয়ে যায়
আমার মুখে হাসির রেখা
তাঁকে জানায় বিদায়।।

একই রবির কিরণমালা
তাঁকেও ছুয়ে যায়;
দুইমেরুতে যদিও বসত
আমরা দু’জনায়।

কবে কোথায় হারিয়েছিে,
অমূল্য সেই ধন;
যেথায় থাকুক ভাল থাকুক
চায় এ বিবাগী মন।

আমার মনের গভীর ক্ষত;
নাইবা জানলো কেউ,
হাসির রেখায় ঢেকে থাকুক
সাত সাগরের ঢেউ।।

 

-এ কে সরকার শাওন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *