নাটোর অফিস॥
নাটোরে মাস্ক না পড়ায় ৬ জনকে ২দিন করে বিনা¤্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৮ জনকে জরিমানা করা হয়েছে। রোববার শহর এলাকায় এসব কারাদন্ড ও জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার নাটোর শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ৫ টি মামলায় ৮ জনকে সর্বমোট ২৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয় । এছাড়া ১টি মামলায় ৬ জনকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন,অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতিপুর্বে সচেতনতামুলক প্রচার অভিযান চালানো হয়েছে। ওই প্রচার অভিযানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার থেকে নাটোরে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে ঘোষনা করা হয়।