নাটোর অফিস॥
নাটোরে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামা পুজা অনুষ্ঠিত হয়। একই সাথে দীপাবলি উৎসবও পালন করা হয়েছে। শনিবার উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কালীপুজা। সন্ধ্যায় মন্দির, মন্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্জলন সহ আলোক সজ্জা করা হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা মল্লিকহাটির রবিদাস পাড়ার পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়কে শ্যামাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা বা দেবী কালী শান্তি সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।