স্নিগ্ধ বাতায়ন জুড়ে আছে
বৃষ্টির ফোঁটা ফোঁটা ভালোবাসা
প্রকৃতি বীণার তার
মেঘলা আভায় ভেজা,
হৃদয়ে তবুও ঘোর অমানিশা!এই শ্রাবণ দিনেই
তোমার আমার দেখা
দুঃখ-সুখের রংতুলিতে
রোজই তোমায় আঁকা!
নিষেদ-বারণ মানিনি কিছুই
চোখে চোখি রাখা-
ভিজে গেছি তবু মোদের
এক ছাতাতেই থাকা।
বৃষ্টির ফোঁটা ফোঁটা ভালোবাসা
প্রকৃতি বীণার তার
মেঘলা আভায় ভেজা,
হৃদয়ে তবুও ঘোর অমানিশা!এই শ্রাবণ দিনেই
তোমার আমার দেখা
দুঃখ-সুখের রংতুলিতে
রোজই তোমায় আঁকা!
নিষেদ-বারণ মানিনি কিছুই
চোখে চোখি রাখা-
ভিজে গেছি তবু মোদের
এক ছাতাতেই থাকা।
আজ বৃষ্টি পড়ছে
ভিজছে পৃথিবী
আজ দেখছি যে আমি
আঁকা তোমার ছবি;
বলো না, বলো
তুমি কোথায়-
রেখে হারানো সুর,
আমি আছি দাঁড়িয়ে-
তুমি আছো কতদূর?
-নাইমুর রহমান