নাটোর অফিস॥
নাটোরের দুইটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই দুই প্রতিষ্ঠানে অনুমোদনের চেয়ে বেশী বেড ও যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ নানা ানিয়মের কারনে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান এই জরিমানার আদেশ দিয়েছেন। এই অভিযানের সময় নাটোরের সিবির সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমানসহ সিভির সার্জন অফিসের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, বুধবার শহরের পশ্চিম বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই দুটি প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকাসহ অনুমোদনের চেয়ে বেশী বেড এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকার কারনে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তিনি জানান এই অভিযান অব্যাহত থাকবে।