আঁখি , বাগাতিপাড়া থেকে
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও উপজেলা পরিষদ স্থায়ী কমিটির সভাপতি মোছাঃ খোদিজা বেগম শাপলা সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ড ২০২০” পেয়েছেন।সোমবার পুরান ঢাকার প্রেস কাউন্সিলে থেকে তাকে এই এ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
জানা যায়, খোদিজা বেগম শাপলা অসুস্থ থাকায় বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর এলাকায় তার নিজ বাস ভবনে গত ৯ নভেম্বর (সোমবার) পুরান ঢাকার প্রেস কাউন্সিলে থেকে এই এ্যাওয়ার্ড পৌঁছে দেওয়া হয়।
শাপলা জানান, বহুদিন যাবৎ সমাজের হত দরিদ্র, নিম্নবিত্ত এবং অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছেন। এই করোনা ভাইরাস সংক্রমণের সময় কালে তিনি ব্যাক্তি উদ্যোগে নিজ অর্থায়নে বাগাতিপাড়ার এলাকার প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন হয়ে পরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময় তিনি নগদ অর্থ, খাদ্য সামগ্রী সহ বাসস্থান নির্মাণের জন্য উপকরণ দিয়ে সহযোগিতা করেন বলেও জানান “বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ড ২০২০” প্রাপ্ত খোদিজা বেগম শাপলা।
উল্লেখ্য, এর আগেও তিনি মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ এবং সংগ্রামী সফল নারী অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন।