গুরুদাসপুরে অতিথি পাখি ধরা ও বিক্রির অভিযোগে দুইজনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে অতিথি পাখি ধরা ও বিক্রির অভিযোগে দুইজনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল চাঁচকৈড় বাজারে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। দন্ডপ্রাপ্তরা হলেন চাঁচকৈড় পুরানপাড়া এলাকার আজিজ সোনারের ছেলে আব্দুর রহমান সুমন ও চাঁচকৈড় বাজার এলাকার মৃত আজহারের ছেলে মোঃ আলাউদ্দিন।
সিপিসি-২, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গতকাল তার নেতৃত্বে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান সুমন ও মোঃ আলাউদ্দিনকে অতিথি পাখি ধরা ও বিক্রির অভিযোগে আটক করা হয়। এসময় ৩টি তোতা পাখি,৫টি প্রিন্স বার্ড,৬টি কাকাতুয়া,২২টি দেশী- বিদেশী কবুতর,২৭টি বাজোরিকা,৩টি প্রেমের পাখি ও৪টি জাভা পাখি জব্দ করা হয়। এসময় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুরদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল আটককৃতদের মধ্যে আব্দুর রহমান সুমনকে ২০ হাজার টাকা এবং মোঃ আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পাখিগুলিকে বনে ছেড়ে দেয়া হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *