নাটোর অফিস ॥
কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনাসহ আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসকের ফেসবুক পেইজে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের পোস্ট করা নির্দেশনায় বলা হয়েছে-কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান নিশ্চিত করা,সকল দপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানের সামনের দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত নিষেধের ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান সমুহের দৃশ্যমান স্থানে – No Mask, No Entry’ অথবা ‘মাস্ক পরিধান করুন,সেবা নিন-Wear Mask, Get Service’ লেখা ব্যানার টানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক ব্যবহার করতে জেলা প্রশাসনের এই নির্দেশনাকে সমর্থনসহ শুভেচ্ছা জানিয়েছেন সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ সহ স্থানীয় বিশিষ্টজনরা।