নাটোর অফিস॥
নাটোরে ভূমি ও ভূমি রাজস্ব সংশ্লিষ্ট মামলার চলমান ডিজিটাল সার্ভিসের আইনগত ভিত্তি প্রদানের নিমিত্ত খসড়া বিধিমালা প্রনণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভুমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) উম্মুল হাছনা।
ঢাকা ভুমি আপীল বোর্ডের আয়োজনে এবং নাটোর জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। কর্মশালায় ভুমি আপীল বোর্ডের সচিব মোঃ আবু তালেব বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারসহ জেলার সকল সহকারি কমিশনার (ভুমি) ও ইউনিয়ন ভুমি কর্মকর্তাগণ।