নাটোর অফিস॥
“মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই শ্লোগান নিয়ে নাটোর জেলা সদর সহ অন্যান্য উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, রতœা আহম্মেদ এমপি(সংরক্ষিত), জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান,সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জাভেদ ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ। ওই অনুষ্ঠানে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বাগাতিপাড়া
বাগাতিপাড়া উপজেলার জিমনেসিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের প্রশিক্ষন প্রাপ্ত ৯ জনকে ৫ লাখ ৩৫ টাকা ঋণের চেক প্রদান ও যুব উন্নয়নের প্রশিক্ষনের ৪টা কেন্দ্রের ১২ জন কে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল সবুর প্রমুখ ।
লালপুর
রোববার সকালে লালপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৭ জন যুবককের মাঝে ৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋনের চেক ও ১০ জনকে যুব প্রশিক্ষনের সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ উমিরুল ইসলাম, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, মহিলা বিষয়ক সম্পাদকা আছিয়া জয়নুল বেনু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি প্রমূখ।
বড়াইগ্রাম
রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা হলরুমে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল আহমেদের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।