নাটোর অফিস॥
নাটোরে ৩৫০টি দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষ সোমবার চোখের জলে বিদায় দিয়েছে জগজ্জনী মা দেবী দুর্গাকে। বিসর্জন দিয়েছে প্রতিমা। সেই সঙ্গে আগামী বছর আবারও এই মর্ত্যলোকে ফিরে আসবেন মা-এই আকুল প্রার্থনাও জানিয়েছে তারা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ-কল্যাণ ও সব সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি-সম্প্রীতির আকাংখা নিয়ে গত বৃহস্পতিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গাপূজা শুরু হয়েছিল। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুগোৎসব। সোমবার সন্ধ্যায় নাটোরের রানী ভবানীর রাজবাড়ির সামনের জলাশয় জয়কালী দিঘীর ঘাটে শহরের ৩১টি দেবী বিসর্জন দেয়া হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ,জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,সহকারী কমিশনার শরীফ শাওন, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা হিন্দু বৌদ্ধ ৃিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা,জেলা আইনজীবি সমিতির সভাপতি প্রসাদ কুমার তালুকদার, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক দিলীপ কুমার দাস,উপ প্রচার সম্পাদক আকরামুল ইসলাম, আব্দুর রাজ্জাক ডাবলু,নরেশ ওড়াও, মৌমিতা ভট্রাচার্জ সহ প্রমুখ সরকারী কর্মকর্তা ও পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।