নাটোর অফিস॥
দুই দিনের ব্যবধানে শহরের মল্লিকহাটি এলাকা থেকে এবার ১০ গ্রাম গাঁজা ও ৫শ মিলিলিটার চোলাই মদ সহ ১৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ১০ টার দিকে মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার রাতে একই এলাকা থেকে ১২ মাদকসেবীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এনিয়ে গত তিনমাসে র্যাব সদস্যরা সাত দফায় মল্লিকহাটি এলাকা থেকে ১২১ মাদকসেবীকে গ্রেফতার করেছে।
সিপিসি-২ , র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা শহরের বিভিন্ন এলাকা থেকে মল্লিকহাটি এলাকায় এসে একত্রে বসে মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার রাত ১০ টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় ১০ লিটার গাঁজা ও %শ মিলিলিটার চোলাই মদ সহ গাঁজা সেবনের উপকরন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল ইসলাম (৩৮), মোঃ শিমুল হোসেন (১৮), শ্রী নির্মল নুনিয়া (২২), মোঃ নয়ন (৩০), মোঃ বিপুল (২৯), মোঃ আল আমিন (৩২), মোঃ দেলোয়ার হোসেন (৪২), মোঃ জনি হোসেন (২৮), মোঃ ইমান আলী (৪০), মোঃ ওবায়দুর রহমান (৩৮), মোঃ লিটন মন্ডল (৩৭), মোঃ আলম শাহ (৪৩), এবং শ্রী স্বপন দাস (২৭)। এঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।