নাটাের : নাটোরে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ২৫ জুলাই সকাল ১১ টায় বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে হ্যাপি নাটোর এর আয়োজনে কন্যা শিশুদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন এবং গাছের চারা বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় হ্যাপি নাটোর প্রজেক্ট সবুজের হাসির মাধ্যমে জেলায় এবারো শিশুদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নেয়। চলতি বছরে হ্যাপি নাটোর বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইনের পাশাপাশি কন্যা শিশুদের হাতে একটি করে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন উমা চৌধুরী, মেয়র, নাটোর পৌরসভা, নাটোর। এ সময় তিনি শিশুদের বাল্য বিবাহের তথ্য জানানোর মাধ্যমগুলো ও বাল্য বিবাহের তথ্য জানাতে এবং সবাইকে সচেতন করতে আহবান করেন। শিশুদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন পৌরমাতা। পরে স্কুলের শিশুদের হাতে গাছের চারা তুলে দেবার মধ্যে দিয়ে হ্যাপি নাটোর এর বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন তিনি। এ সময় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলী এবং হ্যাপি নাটোর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এইদিন স্কুলের প্রায় একশত শিশুর হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। হ্যাপি নাটোর এর এমন মহৎ উদ্দোগকে স্বাগত জানান সবাই। এই বছর হ্যাপি নাটোর বিভিন্ন স্কুলে কন্যা শিশুদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ এবং বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন করার উদ্দোগ গ্রহণ করেছে।