নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীর পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বসানো সোঁতি জাল ও বাঁশের বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কুচিয়ামারা ব্রীজের নিচে বাঁেশর বেড়া দিয়ে বসানো সোঁতি জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত সোঁতি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন। এসময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। হালতি বিলের পানির গতিপথে পানি প্রবাহ স্বাভাবিক করতে ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,সরকারী খাল,বিলের পানির গতি পথে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বাঁশের ও গানার বেড়া দিয়ে মাছ শিকার করছে স্থানীয় প্রভাবশালীরা।এতে ফসলের মাঠে বন্যার পানি সময়মত না নামার আশস্কায় রয়েছে স্থানীয় কৃষকরা। ভুক্তভোগি এসব কৃষকদের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাঁশের বানা ও সোঁতি জাল উচ্ছেদ করা হয়। এঅভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।