নাটোর অফিস॥
নাটোরে আলুর কৃত্রিম সংকট সৃষ্টি ,তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষন না করায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে কোল্ড স্টোরেজে মজুদ রাখা আলুর মালিক ও আড়তদারদের মধ্যে মধ্যস্থতাকারী মীম এন্টারপ্রাইজের সত্বাধিকারী মানিক চাঁদকে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা এবং সরকার নির্ধারিত আলুর তালিকা প্রদর্শন না করায় রিজিয়া কোল্ড স্টোরেজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন এই জরিমানার আদেশ দিয়েছেন। উবয়কেই কৃষি বিপণন আইন এর ২০১৮ সালের ১৯(১) ধারায় এই অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন দুই আলু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, আলুর বাজার পরিস্থিতি ও মজুদ পরিদর্শনের লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নির্দেশক্রমে রোববার দুপুরে সদর উপজেলার বিশ্বাস কোল্ড স্টোরেজ ও রিজিয়া কোল্ড স্টোরেজে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে এই দুটি কোল্ড স্টোরেজের সরকার নির্ধারিত আলুর তালিকা প্রদর্শন না করা এবং সঠিকভাবে রেজিস্ট্রার সংরক্ষণ না করাসহ কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদকৃত আলুর ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা হয়নি। বর্তমানে বিশ্বাস ও রিজিয়া কোল্ড স্টোরেজে ১২৬৫ মে.টন ও ৪৫০ মে.টন আলু মজুদ রয়েছে। এই অভিযানের সময় বাজার মনিটরিং কর্মকর্তা, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।