নাটোর অফিস ॥
সারা দেশের সাথে একযোগে নাটোরের জেলাজুরে পুলিশের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর থানা চত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহম্মেদ। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, এনএসআই ডিডি ইকবাল হাসান, পুলিশ সুপার (পিবিআই) মোঃ শরিফ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ,সংগঠক আব্দুস সালাম প্রমুখ।
গুরুদাসপুর
গুরুদাসপুরের মশিন্দা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন। মশিন্দা ইউপি সদস্য রেজাউল করিম রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে মশিন্দা হাইস্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম লাবু, এসআই শহীদুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, এনডিপির স্বাস্থ্য কর্মকর্তা সাবিনা মুতমাইন, শিক্ষক হারুন আলম মামুন, ইউপি সদস্য শাহাদত হোসেন, রতন আলী, আব্দুর রউফ, কলেজ ছাত্রী শ্যামলী খাতুন, অভিভাবক মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বাগাতিপাড়া
বাগাতিপাড়ায় জিমনেসিয়াম হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। থানার ওসি নাজমুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মদ প্রমুখ।
নলডাঙ্গা
নলডাঙ্গায় স্থানীয় একটি পেট্রলপাম্প চত্বরে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এডভোকেট রতœা আহমেদ, নলডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা কৃষক লীগ সভাপতি শেখ আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
লালপুর
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় বিট পুলিশিং র্যালি ও অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন লালপুর থানার ওসি (তদন্ত) ফজলুর রহমান। কড়ইতলায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, গোপালপুর ডিগ্রি পাশ ও অনার্স কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, এসআই ফজলুল হক প্রমুখ। এর আগে “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে”, “নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগান নিয়ে একটি র্যালি হয়েছে। র্যালিটি গোপালপুর পৌরসভার কড়ইতলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কড়ইতলায় গিয়ে শেষ হয়।