নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাসের বিদায় ও নতুন যোগদানকৃত ওসি আনোয়ারুল হকের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতরাতে বড়াইগ্রাম থানা চত্বরে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে একজনকে বিদায় ও অপরজনকে বরণ করেন পুলিশ প্রশাসনের সদস্যরা।
থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার জামিল আকতার, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পুলিশ পরিদর্শক আব্দুর রহিম ও তৌহিদুল ইসলাম, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, এসআই আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেন, এএসআই মোমিনুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিগণ, ব্যবসায়ী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ওসি আনোয়ারুল সর্বশেষ সিরাজগঞ্জের বেলকুচি থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার শিববাটি এলাকায়। তিনি মেথড অব ইংলিশ গ্রামারের জনক বিশিষ্ট শিক্ষাবিদ এমএ ছামাদের পুত্র। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। বিদায়ী ওসি দিলিপ কুমার দাস চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় বদলী হয়েছেন।