নাটোর অফিস ॥
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহের দায়ে বরের বাবা ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় ওই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল।
সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মহসিন সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, প্রায় দড় মাস আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকতার মাধ্যমে কণেকে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য প্রীতিভোজের অনুষ্ঠান চলছিল। কিন্তু কণের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে কণের বাবা কে ১০ হাজার টাকা এবং বর রিপন আলীর বাবা আব্দুল কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বরের বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নে সাবগাড়ি গ্রামে।