সিংড়া: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিংড়ার একই পরিবারের তিন জনের দাফন সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ১১ টায় সিংড়া কোর্টমাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাওঃ রুহুল আমিন, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) নেয়ামুল আলম, পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, পৌর জামায়াতের সহ-সভাপতি রওশন আরেফিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাওঃ আলী আকবর, মাওঃ সাদরুল উলাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত তিনদিন আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির খালাত ভাই গোলাম কিবরিয়া ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ নজুর মুত্যুর পর রবিবার বিকেলে কর্মস্থল চাঁপাই যাবার পথে রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে অপর ভাই গোলাম কবির এর মেয়ে কেয়া (৩০), কেয়ার পুত্র রেহান (৫), কন্যা রাইশার (৩) মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে ড্রাইভার পুলক এবং কাজের মেয়ে কদুভানও নিহত হন। তিনদিনের ব্যবধানে একই পরিবারের ৫জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জামাই আলমগীর হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে নিহত পরিবারে চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্র জানায়, রবিবার অসুস্থ বাবাকে দেখতে আসে জামাই আলমগীর হোসেন ও মেয়ে কেয়া ও নাতি নাতনি। জামাই আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক।