নাটোর অফিস॥
নাটোরে প্রধান ডাকঘরের নতুন তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার শহরের কান্দিভিটা সাবরেজিষ্ট্রি অফিস সংলগ্ন পুরাতন ডাকঘর এলাকায় ৬তলা ভিত বিশিষ্টি এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ (সদর)আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল ওয়াহিদ উজ-জামান, নাটোর প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার সোহেলী সুলতানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী সার্কেল সংস্থার সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকী, পোষ্ট অফিস পরিদর্শক মাহফুজুর রহমান প্রমুখ। উদ্ভোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
নাটোর প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার সোহেলী সুলতানা জানান, বর্তমানে ডাকঘরের নতুন ভবনটি তিনতলা বিশিষ্ট হবে। ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২১ লাখ টাকা।