নাটোর অফিস॥
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিশুরা খানিকটা গৃহবন্দী হয়ে পড়েছে। স্বাভাবিক সময়েও স্কুলের পড়াশুনার চাপে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে। সৃজনশীল কর্মকান্ডে শিশুদের নিয়োজিত করার মধ্য দিয়ে তাদের বেড়ে উঠা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে নাটোরে একটি শিশু পার্ক স্থাপন, সুইমিংপুল স্থাপন, বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণের মধ্য দিয়ে তাদের বিনোদন নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবী স্থানীয় বিশিষ্টজনদের। আজ সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন। বক্তৃতায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ বলেন,জেলার শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ,শিক্ষাবিদ অলোক মৈত্র প্রমুখ।