নাটোর অফিস ॥
সংস্কার বা মেরামত না করায় নাটোরের বাগাতিপাড়ার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাচ্ছে। সড়কের ১৮ থেকে ২০ ফুট এলাকা ইতিমধ্যে পুকুরের মধ্যে চলে যাওয়ায় হুমকিতে পড়েছে উপজেলার যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়রা জানান,এবারে অতি বর্ষণের ফলে বাগাতিপাড়া সদর ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামের ফুলবাহারের পুকুরের পশ্চিম পাড়ের একটি গাছ ধ্বসে পড়ায় সড়কে ভাঙন দেখা দেয়। কিন্ত সংশ্লিষ্ট বিভাগ নজর না দেয়ায় ক্রমেই সড়কটি পুকুর গর্ভে চলে যাচ্ছে। এলাকাবাসী পুকুরের পাড়ে গাইড ওয়াল দিয়ে সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান।
উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, সড়কটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।