নাটোর অফিস॥
নাটোর শহরের বলারিপাড়া নিবাসী মরহুম আব্দুল গণি হাজির বড় ছেলে জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি,গনি ফিলিংস পেট্রোল পাম্প,একেএস ইটভাটা ও উত্তরা মটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সত্বাধিকারী আলহাজ সুলতান হোসেন (হাজি সুলতান) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)। গতরাতে( বৃহস্পতিবার) ৪টা ২৫ মিনিটের দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গণগ্রাহি রেখে যান। মরহুমের ৫ ভাই সকলেই বিশিষ্ট ব্যবসায়ী। এরা হলেন হাজী জয়নাল হোসেন, আলহাজ এমদাদ হোসেন বাসেত,আলহাজ মোসলেম হোসেন,আলহাজ আব্দুল করিম ও আব্দুর রহিম। একমাত্র বোন দত্তপাড়া কলেজের প্রভাষক মরিয়ম খাতুন।
আজ শুক্রবার বাদ আছর বলারিপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানার নামাজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তার চাচোতো ভাই ডাঃ সৈয়দ আব্দুর রশীদ খোকন। জানাজার নামাজ শেষে গাড়িখানা গোরস্থানে তাকে দাফন করা হবে।