নাটোর: কাহিল জনজীবনে শীতলতার পরশ আনলো বৃষ্টি। টানা দু’দিনের প্রচন্ড গরমের পর নাটোরে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার বেলা সাড়ে ১১টায় বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে শান্তি ফিরে আসে।
এদিকে আজ শনিবার নাটোর গ্রিডে ১৩২ কেভি লাইনের জরুরী রক্ষনাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে পুরো শহরে ও বিভিন্ন উপকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এতে শহুরে জীবনযাপন আরো দুর্বিষহ হয়ে উঠে। তবে বেলা ১১টায় বিদ্যুৎ সংযোগ চালু হলে স্বস্তি ফিরে আসে। এর আধঘন্টা পরই শুরু হয় বৃষ্টি।
শহরের বড়গাছা এলাকার রিপন হোসেন বলেন, ‘ দুদিনে জীবনযাপন অসহ্য হয়ে গিয়েছিল প্রায়। আজ বৃষ্টি না এলে টিকে থাকা অসম্ভব হয়ে যেত।
উল্ল্যখ্য, এক্যুওয়েদার সার্ভিসের রিডিং অনুযায়ী শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নাটোর শহর ও আশেপাশেন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী সেলসিয়াস, যা একই সময় গত দুদিনে ছিলো ৩৬ ডিগ্রী সেলসিয়াস। গত দুদিনে নাটোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াস।