নাটোর অফিস॥
নাটোরে সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির চাপে সড়ক ভেঙ্গে পানি ঢুকছে জনবসতি এলাকায়। আজ সকালে পৌর এলাকার শোলাকুড়া এলাকার সড়ক ভেঙ্গে গেছে। এতে করে সিংড়ার সাথে কলম, বিলদহর ও কালীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সিংড়া পৌর এলাকার ১২টি ওয়াডের্ই পানি প্রবেশ করেছে।
ভারীবর্ষন আর উজানের ঢলে আত্রাই নদীর পানি আবারো বেড়ে গেছে।দ্বিতীয়দফা বন্যায় চলনবিল অধ্যুষিত সিংড়া ও নলডাঙ্গা উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই দুই উপজেলায় ৩৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।