-লেখক তফিজ উদ্দিন
ভালো ছিলো অনেক ভালো দেখা না হলে
সময় না কাটতো যদি অনেক কথা বলে।
আরো ভালো হতো যদি ভালোবাসা কম
আগে হতে বুঝলে পরে হতো না অমন।
একাদশকের ভালোবাসায় এখন দেখছি ভেবে
আলো আমার বড় কেউ অন্য রকম সে-যে।
আমার ভালোবাসার দুর্বলতা করিয়া সে পুঁজি
অনেক কিছু বলতে পারে বাধেনা তার বুঝি।
দশক ধরে গড়ে তারে অন্য রকম ভাবনায়
এখন দেখি সবই ভুল করেছি তার অন্যায়।
কত স্মৃতি কত কথার বিগত দিন গুলি
মনের মাঝে আছে গেঁথে কেমনে তা ভুলি।
রাত দিনের সকল ক্ষণে পড়ে শুধু তোমাকে মনে
কষ্টের অশ্রæ বহে কপল বহিয়া লোনা জল সনে
‘শুনেছি, ভুল করে যদি সাপে ছুঁচো ধরে,
ছাড়লে অন্ধ হয় আর গিল্লে মরে।’
সেই দশা ঘটলো মোর ভাবি হাই তুলে
সব কিছুই ঘটে গেলো প্রথম দেখার ভুলে।।