নাটোর: তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে নাটোরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ৬টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসন আয়োজিত উৎসবের প্রথম দিনে স্থানীয় শিল্পীদের দ্বারা নাটোরের আঞ্চলিক গান, লালনগীতি, লোকগীতি, জারিসারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হয়। আগামীকাল শনিবার রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় অনুষ্ঠিত হবে।
উৎসবে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদুজ্জামান সহ জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।