নাটোর: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ করেছেন নাটোর-৪ আসনের আ’লীগ মনোনয়নপ্রত্যাশী গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহেনেয়াজ আলী মোল্লা । তিনি নিবার্চনে আ’লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে বিজয়ী করতে নিজ সমর্থকদের নিয়ে গত এক সপ্তাহ ধরে ভোট প্রার্থনা করেছেন নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে।
গতকাল বৃহষ্পতিবার নগরীর লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় এই প্রচারণায় আরো অংশ নেন নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনসহ উত্তরবঙ্গের ২০ জন পৌর মেয়র। এর আগে নৌকাকে বিজয়ের লক্ষে কাটাখালী পৌরসভায় এক বৈঠকে মিলিত হন তারা।
গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘ দেশে আ’লীগ সরকার যে উন্নয়ন করেছে, তাতে এ মুহূর্তে মানুষ নৌকাকেই বেছে নেবে। তাই রাসিক নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত।’
তিনি আরো বলেন, গত নির্বাচনে বিএনপি জামাতের অপপ্রচারের কারণে উন্নয়ন সত্বেও আওয়ামী লীগ জিততে পারেনি। তাই এবার নগরীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদের সমর্থকদের পাশাপাশি আমরাও লিটন ভাইয়ের জন্য ভোট চাইছি। রাসিক নির্বাচনে জিততে ঐক্যবদ্ধ শক্তির কোন বিকল্প নেই। আমি নিজ কর্মীসহ খায়রুজ্জামান লিটনের পক্ষে শেষ পর্যন্ত কাজ করবো।’
উল্ল্যেখ্য, আগামী ৩০ শে জুলাই রাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটন ও ধানের শীষে মোসাদ্দেক হোসেন বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করবেন।