নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বরযাত্রিবাহি বাস দুর্ঘটনায় অজ্ঞাত এক বরযাত্রি (৫৫) নিহত হয়। এসময় অন্তত ১৯ জন আহত হয়। বুধবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
বনপাড়া ফায়ার স্টেশনের লিডার মকলেছুর রহমান জানান, বুধবার রাত ৯ টার দিকে ঈশ্বরদী থেকে একটি বরযাত্রিবাহি বাস বিয়ের অনুষ্ঠান শেষে বগুড়ার লতিফপুর কলোনী এলাকায় ফিরছিল। পথে বড়াইগ্রামের রাজাপুর এলাকায় চালক নিয়ন্ত্রন হারালে বাসটি সড়কের ধারে উল্টে যায়। এসময় বাসের অন্তত ২০ যাত্রি আহত হয়। খবর পেয়ে আহতদের কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কয়েকজন স্থানীয় কিøনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বগুড়ার লতিফপুর কলোনী এলাকায় চলে যায়। এদের মধ্যে একজন পরে মারা যান।
এদিকে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দত্তপাড়া গাজির বিল এলকায় বাস চাপায়অজ্ঞাত এক মোটর সাইকেল আরোহী আহত হয়। বাস চাপায় ওই ব্যক্তি ডান পা থেতলে যায়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নাটোর সদর ঞাসপাতালে ভর্তি করে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রিভু পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তির ডান পা বাসের চাকায় স্পৃষ্ঠ হয়ে থেঁতলে গেছে।