নাটোর অফিস॥
নাটের শহরের মল্লিকহাটি এলাকা থেকে আবারও ২০ মাদক সেবীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তিন গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের উপকরনসহ নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়। এনিয়ে গত প্রায় একমাসে একই এলাকা থেকে ৮২ মাদক সেবীকে গ্রেফতার করেছে র্যাব। এসব মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে মল্লিকহাটি এলাকায় গিয়ে মাদক সেবন করে বলে র্যাব সুত্র জানায়। গ্রেফতারকৃতরা হলো লিটন প্রামানিক (৩২), মোঃ আব্দুর রাজ্জাক (৩৯), মাঃ টিটু (৫৩), মোঃ আল আমিন(২৯), মোঃ খোকন আহম্মেদ(৩২), মোঃ আরিফুল ইসলাম @ আরিফ (২৪), মোঃ তাহের মিয়া (৩০), নুরুজ্জামান তালুকদার স্বপন (৩৮), মাসুদ রানা (৩৫), মোঃ জীবন হোসেন (২৫), মোঃ উজ্জল সরকার (৩৫), মোঃ ফয়সাল (৩২),মোঃ ওলিউল্লাহ(৩৫), মোঃ আক্কেল আলী (৪৫), মোঃ সজিব হোসেন (২৫), মোঃ ভূট্টু আলী (৪০), সঞ্জয় হাওলাদার (২৫), মোঃ হাবিল উদ্দিন (৩০), তপন দাস (২০) ও শ্রী কৃষ্ণ রবী দাস (৩৫)।
সিপিসি-২,নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভন্ন এলাকা থেকে এসে একত্রে মাদক সেবন করছিল।
উল্লেখ্য,শহরের এই একই এলাকা থেকে গত ২৭ আগষ্ট ১৭ জন , ১ সেপ্টেম্বর রাতে ৩১ জন এবং ১৭ সেপ্টেম্বর আরো ১৭ জনকে র্যাব সদস্যরা মাদক সেবনের সময় গ্রেফতার করে থানায় সোপর্দ করে।