নাটোর অফিস॥
নাটোরের লালপুরে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে আওয়ামীলীগ নেতা এবং ওই কর্মসুচীর ডিলার সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেলিম রেজা লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক । মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাম্মী আক্তার ডিলার সেলিম রেজাকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ১০ টাকা কেজির চাল বিতরণে ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পায়। এসময় ডিলার সেলিম রেজাকে ৫হাজার টাকা জরিমানা এবং ভুক্তভুগী গ্রহিতাদের চাল পুুরন করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাম্মী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘ডিলার সেলিম রেজাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।