লেখক তফিজ উদ্দিন
{} মেয়েটি চলন বলন কথা কাজে অনেক সূচি-বাই
তার ব্যবহারীক গামছা খানা কাউরে দেয় না তাই।
এই কথাটি বাড়ি ধরা সকল লোকের জানা
যে যাই ধরুক গামছাখানা ধরা সবার মানা।
সেই মেয়েটি এক জনারে দাওয়াত করে ছিলো
খানা শেষে দাওয়াতিরে তার গামছাখানা দিলো।
ভুল করুক আর যেমনেই দিক দাদার নজর কাড়ে
আমরা পাইনা সেই গামছাটা দাওয়াতি কেমনে ধরে?
হাসাহাসির এক পর্যায়ে দাওয়াতি বুঝে ছিলো
ইচ্ছা-অনিইচ্ছার মাঝে আলো ধরা পড়ে গেলো!
ব্যবহারী গামছাটিতে এটাই প্রমান হয়
ভালো বাসায় পড়লে সবে বোকা বনে যায়!!