স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সবজি খালা হাজেরা বেগম


নাটোর অফিস॥
নাটোরের সবজি বিক্রেতা নারী হাজেরা বেগমকে অনলাইন মিডিয়া ‘হ্যালো নাটোরের, পক্ষ থেকে উপহার হিসেবে মোটর চালিত ভ্যান রিক্সা প্রদান করা হয়েছে। পৌর মেয়র উমা চৌধুরী জলি সবজি খালা খ্যাত হাজেরা বেগমের হাতে এই উপহারটি তুলে দেন। পৌর মেয়রের বাসভবন চত্বরে এই উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে ইউনাইটেড প্রেসক্লাবের সদস্য বাংলাদেশ প্রতিদিন ও ইলেক্ট্রনিকস মিডিয়া নিউজটোয়েন্টি ফোরের প্রতিনিধি নাসিম উদ্দিন,হ্যালো নাটোর মিডিয়ার সদস্য শেখ রিফাদ মাহমুদ,নাহিদ আহমেদ,ওয়াকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী যিনি সবার কাছে সবজি খালা হিনেবে পরিচিত স্বামী পরিত্যক্তা সেই হাজেরা বেগম মোটর চালিত ভ্যান রিক্সা পেয়ে খুব খুশী হয়েছেন। এই উপহার প্রদানকারী সহ পৌর মেয়রের দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি প্রায় এক যুগ ধরে পাড়া মহল্লা ঘুরে সবজি বিক্রি করছেন। এক সময় সবজির ডালি মাথায় করে ঘুরেছেন। চার বছর আগে এক সহৃদয় ব্যক্তির দেয়া ২ হাজার টাকার সাথে নিজে আরও ১ হাজার টাকা যোগ করে একটি পুরাতন ভ্যান রিক্সা কিনেছিলেন। ওই ভ্যান রিক্সা কখনও চালিয়ে কখনও ঠেলে নিয়ে সবজি সবজি বিক্রি করতেন। সারাদিনের আয়ের অর্থ দিয়ে বৃদ্ধা মা ও ৩ শিশু সন্তানের খাবার যোগাতেন। আজ এই মোটর চালিত ভ্যান রিক্সা পাওয়ায় তার খুব উপকার হলো। এখন থেকে তার আর কোন কষ্ট হবেনা। এই মোটর চালিত ভ্রান রিক্সা পেয়ে স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে সবজি খালা খ্যাত স্বামী পরিত্যাক্তা হাজেরা বেগম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *