নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে পুর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টুর সমর্থক ও তার ফুফাতো ভাই শাহজাহান আলীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে একই গ্রামের ইয়াকুব ও তার সহযোগিরা। এঘটনায় শাহজাহান আলীর ছেলে সজীব বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। গুরুতর জখম শাহজাহান আলী বাকিবেগপুর গ্রামের সোবহান আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে আমার বাবা শাহজাহান নিজ বাড়ী হতে চাপিলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাজারের চৌরাস্তা মোড়ে পৌঁছলে পথ রোধ করে ইয়াকুব ও তার সহযোগিরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। শাহজাহান চিৎকার করলে ছেলে সজিব ও স্থানীয়রা ছুটে আসায় সবাই পালিয়ে যায়। পরে ছেলে সজিব স্থানীয়দের সহায়তায় তার বাবাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবিষয়ে ইয়াকুব আলীর ব্যবহৃত ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। যার কারনে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। আহত শাজাহানের ছেলে সজিব জানান, আমার বাবা একজন নিরীহ মানুষ। গ্রামের সবার সাথে তার সুসম্পর্ক। কিন্তু কি কারণে রাতে ইয়াকুব ও তার সহযোগি বাহিনীরা আমার বাবার উপর আক্রমন করলো এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।