নাটার অফিস॥
নাটোরে পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রমাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ -আল-আরেফিনের নেতৃত্বে জেলা প্রশাসনের পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত শহরের স্টেশন বাজার, তেলকুপি হাট ও নলডাঙ্গার ঠাকুরলক্ষীকোল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এরমধ্যে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার শহরের স্টেশন বাজার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি পেঁয়াজ বাজারের মূল্য পরিস্থিতি ও মজুদ সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন। এছাড়া ব্যবসায়ীদেরকে অবৈধ মজুদ ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জেলা মার্কেটিং অফিসার। একইসাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন এর নেতৃত্বে স্টেশন বাজার, তেলকুপি হাট এবং ঠাকুর লক্ষীকোল এলাকায় পেঁয়াজের বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তবে পেয়াঁজ সংক্রান্ত কাউকে অর্থদন্ড বা জরিমানা করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার দায়ে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে ৪০০শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।