বাগাতিপাড়ায় মাস্ক না পড়ায় ৯ জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড


নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যামান আদালত।আজ বুধবার বিকেলে পেড়াবাড়ীয়া বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অিফসার (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড দেন। মাস্ক ব্যবহার না করায় ওই ৯ জনকে ৮শ ৭০ টাকা অর্থদন্ড করা হয়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা সংক্রমন রোধে উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনসমাগম স্থানে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকেন। সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথা নিয়মে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা সংক্রমনরোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত আছে এবং থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *