মুজিব শতবর্ষে নাটোর জেলা প্রশাসন থিম সঙ্গীত প্রচার করছে (ভিডিও সহ)

নাটোর অফিস॥
নাটোর জেলা প্রশাসন মুজিব শতবর্ষ উপলক্ষে থিম সঙ্গীত “তুমি বাংলার ধ্রুবতারা,তুমি হৃদয়ের বাতিঘর’ প্রচার করছে। আজ ৭ সেপ্টেম্বর বেলা ৩ টা থেকে জেলা প্রশাসনের ওয়েব সাইটের ফেসবুক পেইজে থিম সঙ্গীতটি আপলোড করা হয়েছে ।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে কেন্দ্রিয় মুজিব শতবর্ষ উদযাপন কমিটি এই থিমসংটি তৈরি করেছেন। মুজিব শত বর্ষে বঙ্গবন্ধুর প্রতি গণমানুষের শ্রদ্ধা নিবেদনের লক্ষে আজ সোমবার থেকে নাটোর জেলা প্রশাসনের ওয়েব সাইডসহ সামাজিক গণমাধ্যম ফেসবুক পেইজে প্রচারিত হচ্ছে। এই থিম সঙ্গীতটি মুজিব শতবর্ষের সকল কর্মসুচীতে প্রচার করা হবে। এছাড়া নাটোর শহরের সকল বিলবোর্ডে প্রচার করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরিবেশীত থিমসং টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

 

https://www.facebook.com/dcofficenatore/videos/315721196179633/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *