নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় স্লুইস গেটে বসানো নিষিদ্ধ সোঁতি জাল অপসারন করেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। উপজেলার মাধবপুর স্লুইস গেইট থেকে এই সোঁতি জাল অপসারন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার ।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি মাধবপুর এলাকায় মাধবপুর স্লুইস গেইটের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে নিষিদ্ধ সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছিল। এতে করে এলাকার কয়েকশ হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকায় গিয়ে সত্যতা পেয়ে অবৈধ সোঁতি জাল অপসারন করা হয়। তবে এর সাথে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। সোঁসি জাল অপসারন করায় পানি প্রবাহ স্বাভাবিক হয়। পরে জব্দকৃত সোঁতি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।