নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় ১৫ ও ২১ আগস্টের ঘটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদদের স্মরণে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহস্রাধিক অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই ব্যতিক্রমি কার্যক্রমের আয়োজন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।
দিনব্যাপি এই কার্যক্রমে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫জন ডাক্তার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর শাহ আলম সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বায়েজিদ ইসলাম জয় প্রমূখ।
সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কামরুল হাসান কামরান বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সমাজের কিছু অসহায় মানুষের জন্য তার এই ক্ষুদ্র ব্যতিক্রম আয়োজন।